বাংলা ভাষায় হেভি মেটাল ধারার গানকে শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রায় ৪০ বছর যাবত ভূমিকা রেখে চলছে ব্যান্ড দল ‘ওয়ারফেজ’। অন্যদিকে বাংলাদেশের একটি প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড ‘আর্টসেল’ ২৫ বছর যাবৎ সঙ্গীতানুরাগী দর্শক-শ্রোতাদের মন জয় কওে এগিয়ে চলেছে। বাংলাদেশের এই দুই খ্যাতিমান ও জনপ্রিয় ব্যান্ডদল বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছে। ব্যান্ড সঙ্গীতপ্রেমীদের জন্যে আগামী ২৬ অক্টোবর শনিবার নিউইয়র্কে দুই ব্যান্ডদল যৌথ কনসার্টে অংশ নিবে।
নিউইয়র্কে ওয়ারফেজ ও আর্টসেল’র অংশগ্রহণে লাইভ ইন নিউইয়র্ক কনসার্টের প্রধান পৃষ্ঠপোষক সংবাদমাধ্যম ‘সাপ্তাহিক ঠিকানা’ এবং কনসার্টটি পরিবেশিত হবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন প্রথম টেলিকম কোম্পানি ‘রিভারটেল’-এর সৌজন্যে। গত ৩০ সেপ্টেম্বর সোমবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে রিভারটেল কার্যালয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ওয়ারফেজ ও আর্টসেলের আগমণের কথা জানান দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্টের কর্ণধার জামান মনির এবং গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর। তারা জানান,আগামী ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির অদূরে লং আইল্যান্ডের ব্রকভিলে টিলেস সেন্টারে বিশাল অডিটরিয়ামে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত ওয়ারফেজ ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু এবং আর্টসেলের দলনেতা, গায়ক ও গিটারিস্ট লিংকন এবং আরেক গায়ক ও গিটারিস্ট সৈয়দ মুস্তফা আসিফ ইকবাল জুয়েল এবং ওয়েবিনারে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মিট দ্য প্রেসে জামান মনির জানান, এক মাসের সফরে এসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্ট করছে ওয়ারফেজ ও আর্টসেল। প্রতিটি কনসার্টে বিপুল সাড়া মিলেছে। তিনি আশা করেন, নিউইয়র্কে ব্যান্ড দুটি বিপুলসংখ্যক দর্শক রয়েছে। তাদের গানের খোরাক জোগাবেন তারা।
ওয়ারফেজ ও আর্টসেলের শিল্পীরা বলেন, নিউইয়র্কের দর্শকেরা একেবারেই আলাদা। এখানে কনসার্ট মানে অনেক আনন্দ হবে। গান দিয়ে দর্শকদের মন জয় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
গ্যলাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর জানান, লাইভ কনসার্টের টিকেট বিক্রিতে তারা ভালো সাড়া পাচ্ছেন। টিকেটের মূল্য রাখা হয়েছে ৪০ ডলার থেকে ২৫০ ডলার পর্যন্ত। গ্যালাক্সি মিডিয়ার ওয়েবসাইট এবং টিকেটমাস্টার থেকে টিকেট সংগ্রহ করা যাবে। এছাড়া কুইন্সের জ্যামাইকায় আই হোপ ডিজাউন ও ধানসিঁড়ি রেস্টুরেন্ট, জ্যাকসন হাইটসের স্টাইল উইথ মি এবং ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউজ থেকে সরাসরি টিকেট কেনা যাচ্ছে।
Source: https://parichoy.com/wharfage-and-artsells-concert-in-new-york-on-october-26/