একই মঞ্চে গান গাইলেন দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী

  • Home
  • Blog
  • Events
  • একই মঞ্চে গান গাইলেন দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী
Galaxy Media & Entertainment

 নিউইয়র্কের জ্যামাইকার মেরী লুইস একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল মিউজিক্যাল নাইট মিতালী মুখার্জী এন্ড বাদশা বুলবুল। গত ২৬ আগস্ট নিউইয়র্কে গ্যালাক্সী মিডিয়ার আয়োজনে “এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও” “ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়” “যেটুকু সময় তুমি থাকো পাশে” সহ অসংখ জনপ্রিয় গান গেয়ে দর্শকদের বিমোহিত করে রেখেছেন।

দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী সুকণ্ঠি মিতালী মুখার্জীর গাওয়া “এই দুনিয়া এখনতো আর সেই দুনিয়া নাই” “দুই পয়সার আলতা” ছবির এই গানটিও শোভা পায় অনুষঠানে। সাথে ছিলেন আরেক বরেন্য ও দেশ সেরা গায়ক বাদশা বুলবুল। যার গানে মুগ্ধ পুরো অডিটোরিয়াম। প্রথমেই মা মাটির গান দিয়ে মিউজিক নাইটের শুরুটা করেন বাদশা বুলবুল। একের পর এক পরিবেশন করেন নিজের এবং দর্শকের পছন্দের গান। দর্শকের পছন্দের তালিকায় ছিলো মান্না দে, জগজিত সিং, মোহাম্মদ রফিক সহ বিভিন্ন শিল্পীর গাওয়া গজল ও পরিচিত সব গান। বাদশা বুলবুল টানা এক ঘন্টা গান পরিবেশন করে মুগ্ধ করেন দর্শক শ্রোতাদের।

গ্যালাক্সী মিডিয়ার কর্নধার বদরুদ্দোজা সাগর বলেন, রুচির দূর্ভিক্ষের প্রতিবাদে প্রবাসে সঙ্গীতের নান্দনিক ধারাকে অভ্যাহত রাখতে আজকের এই পরিবেশনা ।আর এই রকম নান্দনিক অনুষঠান উপস্থাপন করতে গ্যালাক্সী মিডিয়া বদ্ধপরিকর। তারই ফলশ্রুতিতে মিতালী মুখার্জীর মত একজন জনপ্রিয় এবং গুণী শিল্পী নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন প্রিসিলা।


সুস্থ্য সংগীত চর্চায় পাশে থাকার জন্য বদরুদ্দোজা সাগর সবাইকে আগামী ১লা অক্টবর ২০২৩ এ কনা ও ইমরানের মেলোডিয়াস নাইট অনুষ্ঠানটিতে আসার জন্য আমন্ত্রণ জানান।

Leave A Comment

Your email address will not be published *

Social Icon

Have Any Query Feel Free Contact
(1)245-45678 call

We’re a team of creatives who are excited about unique ideas and help fin-tech companies to create amazing identity by crafting top-notch UI/UX.

Contact Us

Stay Connected

At Galaxy Media, we believe in the power of live entertainment to bring people together. As a premier event management company, we specialize in organizing concerts, cultural events, and music festivals that captivate and inspire audiences. 

Create your account